
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি পৃথক দুটি অভিযানে মোট ১২টি ভারতীয় গরু জব্দ করেছে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৯ লাখ দশ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে মধ্যনগর উপজেলার ১নং উত্তর বাংশীকুন্ডা ইউনিয়নের মাটিরাবন বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৮৯/৯-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ি নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু আটক করে। এই গরুগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা। একই দিনে দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২২৯/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভেতরে মোকামছড়া নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৭টি ভারতীয় গরু আটক করে। এই গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধের জন্য বিজিবি’র অভিযানিক ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৪ ও ১৫ এপ্রিল ২০২৫ তারিখে পৃথক অভিযানে মধ্যনগর উপজেলার মাটিরাবন ও বাংগালভিটা বিওপি মোট ৯টি এবং দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া বিওপি ১২টি ভারতীয় গরু আটক করে। গত দুই দিনে সর্বমোট ২১টি ভারতীয় গরু আটক করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৪০ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি পৃথক দুটি অভিযানে মোট ১২টি ভারতীয় গরু জব্দ করেছে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৯ লাখ দশ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে মধ্যনগর উপজেলার ১নং উত্তর বাংশীকুন্ডা ইউনিয়নের মাটিরাবন বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৮৯/৯-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়াইবাড়ি নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় গরু আটক করে। এই গরুগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা। একই দিনে দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১২২৯/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভেতরে মোকামছড়া নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৭টি ভারতীয় গরু আটক করে। এই গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধের জন্য বিজিবি’র অভিযানিক ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ১৪ ও ১৫ এপ্রিল ২০২৫ তারিখে পৃথক অভিযানে মধ্যনগর উপজেলার মাটিরাবন ও বাংগালভিটা বিওপি মোট ৯টি এবং দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া বিওপি ১২টি ভারতীয় গরু আটক করে। গত দুই দিনে সর্বমোট ২১টি ভারতীয় গরু আটক করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৪০ হাজার টাকা।