
বাংলাদেশ কৃষি ব্যাংকের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে ১৫ এপ্রিল সারাদেশে ১০৩৮টি শাখা ও ৩টি উপশাখায় শুভ হালখাতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের ৩০টি শাখায় উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হালখাতার বিশেষ অনুষ্ঠানটি পালিত হয়েছে। জেলা সদর শাখা এবং উপজেলা শাখাগুলোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও শাখাসমূহে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হালখাতা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সুনামগঞ্জ অঞ্চলের ৩০টি শাখায় ঋণ বিতরণ ১৩.০০ কোটি, ঋণ আদায় ৯.০০ কোটি এবং আমানত সংগ্রহ হয়েছে ১৪.০০ কোটি টাকা। - সংবাদ বিজ্ঞপ্তি