
সুনামকণ্ঠ ডেস্ক ::
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিয়মিত অভিযানে ধরা পড়েছে ৬১ লাখ টাকার ভারতীয় দুম্বা ও ছাগল। ভারতীয় পশু চোরাচালানের প্রথম অভিযান হওয়ায় এতে সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হয়। সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় ভারতীয় ২৮টি দুম্বা ও ৩৭টি রামছাগল জব্দ করা হয়।
এদিন বিকেলে বিজিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব দুম্বা ও ছাগলের মূল্য ৬১ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করে জব্দ করা হয়েছে।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী কোরবানি ঈদকে টার্গেট করে চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। সেজন্য চোরাই পথে এসব পশু ভারত থেকে পাচার করে বাংলাদেশের কোরবানি পশুর বাজারে তুলতে তৎপর চোরাকারবারিরা।
বিজিবির আভিযানিক দল সূত্র জানায়, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এই দুম্বা ও ছাগল জব্দ করা হয়। এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।