
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে নববর্ষ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ-১৪৩২ কে বরণ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা”য় অংশগ্রহণের মাধ্যমে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান খান।
সিনিয়র শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক এ. কে. এম আজাদ, সিনিয়র শিক্ষক মো. আব্দুল মকদ্দুছ, লিটন রঞ্জন তালুকদার, মোহাম্মদ আনোয়ার হোসেন, শামায়ুন কবির, সহকারী শিক্ষক দিবাকর মজুমদার, ফারুক আহমেদ, পংকজ কান্তি দাস, আব্দুল মান্নান, নিকেশ চন্দ্র সরকার, আবুল কাশেম, অনুকূল চন্দ্র রায়, সাদ্দাম হোসেন, হৃদয় সরকার প্রমুখ।
পরে বিদ্যালয়ের ছাত্রদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। - সংবাদ বিজ্ঞপ্তি