
সুনামকণ্ঠ ডেস্ক ::
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের (ডাকসু) ‘পথনকশা’ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম পান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পথনকশার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মে মাসের প্রথমার্ধেই প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ এবং নির্বাচন কমিশন গঠন করা হবে। মাসের মাঝামাঝিতে কমিশন ভোটার তালিকা প্রস্তুত করে ফেলবে। তারপর নির্বাচন কমিশনার প্রয়োজনীয় কার্যক্রম স¤পন্ন করে উপাচার্যের সম্মতিতে নির্বাচনের সময়সূচি ঘোষণা করবে।
এই পথনকশায় ডাকসু-সংক্রান্ত তিনটি কমিটির কাজের অগ্রগতি জানানো হয়। গঠনতন্ত্র সংস্কার কমিটি এ পর্যন্ত ছয়টি বৈঠক করে সবার মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চূড়ান্ত করেছে। সংস্কার হওয়া গঠনতন্ত্র ইতিমধ্যে ছাত্রসংগঠনগুলো এবং অংশীজনদের পাঠানো হয়েছে। এটি এখন সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় আছে।
আচরণবিধি-সংক্রান্ত কমিটি ছাত্রসংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকসহ অংশীজনদের নিয়ে সাতটি বৈঠক করে আচরণবিধি চূড়ান্ত করেছে। চূড়ান্ত আচরণবিধিও সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় আছে।
এছাড়া পরামর্শ কমিটিও ইতিমধ্যে প্রয়োজনীয় ৯টি আলোচনা সভা স¤পন্ন করেছে। এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যেই এই কমিটি তাদের কার্যক্রম চূড়ান্তভাবে স¤পন্ন করবে।