
নববর্ষ পংক্তিমালা
মুহম্মদ তোবারক আলী
গিমাই এলঞ্চা আর হালখাতা দিন এলো ফিরে
ইলিশের ডিম ভাজা পান্তা ভরা মাটির রঙিন সানকিতে
পুতুল নাচের ঘরে মিলেছে সবাই, উৎসবে মেতেছে বাঙালি
নববর্ষ বুঝি এলো!
সেজেছে বধূরা দেখো সবুজ শ্যামল
লাল নীল আল্পনা আঁকা গেরুয়া শাড়িতে
কারো কারো লাল পেড়ে শাড়ির পরতে উড়ছে স্বদেশ
কাঠের নকশা করা গরুর গাড়িতে লাজের ভঙ্গিতে বরবধূ।
দোয়েলের উঁচু করা লেজ দেখে কিশোরের চোখ
জলকেলি কিশোরীর উন্নত যুগলে কতো জাল বোনা স্বপ্ন
মাটির ঢেলার নিচে কিষাণের বর্ষ পরিক্রমা কর্মশালা
খড়কুটো জীবনের শুদ্ধ পরিপাটি ক্ষণ আসে বার বার।
লাঙলের ফলা ধরা দুরন্ত কিশোর
স্বপ্ন দেখে ফসলের
যে ফসল বারোমাস যোগাবে ক্ষুধার অন্ন ঘরে ঘরে।
নতুন ফসল এলে নাচবে নোলক বাজবে ঢোলক উত্তাল জীবন তরঙ্গে
নৃত্য পটিয়সী তালে পিঠা আর পায়েসের জমবে আসর
সুঘ্রাণে ভরবে ঘর প্রতিবেশী পাড়ায় পাড়ায় হবে কাব্য পুঁথিমালা
উঠোনে উঠোনে হবে সফেদ ধুতির লাঠিখেলা
আরো কতো বারণী মেলার পসরা।
আরো কতো জমকালো গল্প বলা
জোছনায় নিকোনো উঠোনে বিছানো পাটির উপর।
এই ঘর এই মন এই মাঠ পরিপাটি বইচি-ফুলের ডালায়
উদ্ভাস জীবন এক ফিরে পায় প্রাণ, খুঁজে ফিরে আপন ঠিকানা
যেখানে আদিম সত্তা আমার পুরুষ আমার প্রত্যয় স্বদেশ
সেখানেই চিরসত্য ঘাসের সবুজে রূপালী শিশিরে মুগ্ধ মমতায়
বিগলিত দরদীয়া আসে শুভ নববর্ষ।