
স্টাফ রিপোর্টার ::
শাল্লায় হাওরের ধান পরিবহনের ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকালে বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামের মাঠে ঘটনাটি ঘটে। নিহত পলক চন্দ্র দাশ (৭) বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামের দরিদ্র অরবিন্দু দাশের ছেলে।
নিহত পলক দাশের পিতা অরবিন্দু দাশ জানান, পার্শ্ববর্তী হরিপুর গ্রামের ভূপেন্দ্র দাশের ছেলে রিপন দাশের ট্রলির নিচে পড়ে আমার বাচ্চাটি মারা গেছে। আমি তার বিরুদ্ধে মামলা করবো।
শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ছায়ার হাওর থেকে ট্রলিযোগে ধান নাইন্দা মাঠ হয়ে নিয়ে আসছিল চালক। এ সময় মাঠে শিশুটি খেলছিল। শিশুটি ট্রলি দেখে লাফিয়ে উঠে। তারপর আবার নেমে পড়ে। এসময় শিশুটি ট্রলির নিচে চাপা পড়ে মারা যায়।