
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ৪ এপ্রিল মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মিলনায়াতনে এম. নুরুজ্জামান সোহেলের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকল মউবিয়ান ব্যাচের প্রতিনিধিদের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন নিয়ে প্রত্যেক ব্যাচের সদস্য তাদের মতামত পেশ এবং সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় গঠিত হয় “মউবিয়ান”। মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী (মউবিয়ান) এর আহ্বায়ক কমিটি ১২ এপ্রিল প্রকাশ করা হয়। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. মাইনুদ্দীন (মিলেনিয়াম ব্যাচ) এবং সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন নূর মোহাম্মদ (২০০৭ ব্যাচ)।
কমিটিকে সম্মানসূচকভাবে অনুমোদন দিয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডা. ফারজানা আক্তার, ডা. সুমন মাহমুদ, প্রকৌশলী মিরাজুল ইসলাম রুয়েল, এম. নুরুজ্জামান সোহেল এবং ডা. সাজিদুর রহমান। যাঁরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং বিদ্যালয়ের গৌরবময় উত্তরসূরি।
মউবিয়ান আহ্বায়ক কমিটি :
উপদেষ্টা মন্ডলী: মোঃ ওয়াসিম আহম্মেদ, মোহাম্মদ আলী, ইউসুফ আলী, নুরুল্লাহ, নূরুজ্জামান সোহেল, জুয়েল আহমেদ, রমজান আলী, সাইফুল ইসলাম শিপন, ডাঃ ফারজানা আক্তার শারমিন, ডাঃ সুমন মাহমুদ।
আহ্বায়ক: মোঃ মাইনুদ্দীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: কবির হোসেন, জাহাঙ্গীর হোসেন, মামুন আল সাদেক, মিরাজুল ইসলাম রুয়েল, যুগ্ম আহ্বায়ক: সুহেল, আল-মামুন, বিল্লাল হোসেন, আবুল কালাম, আব্দুর রহমান, ডা. সাজিদুর রহমান, সদস্য সচিব: নূর মোহাম্মদ, সাইফুল ইসলাম, শরিফ মোস্তাকিম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব : মনিরুজ্জামান মনির, আবু সুফিয়ান রুবেল, শরিফুল ইসলাম, এমরান হোসেন, যুগ্ম সদস্য সচিব: এড. মহিউদ্দিন হিরা, আল আমিন, রাকিব আহমেদ মামুন, নুরুল আমিন, রুবেল, ডালিম, মোহাম্মদ আলি, ইব্রাহিম খলিল; কোষাধ্যক্ষ: হাবিবুর রহমান লিটন, তরিকুল ইসলাম জুয়েল, হাফিজুর রহমান সজিব, মিডিয়া ও প্রচারক: সজিব আহমেদ, সাজিদুর রহমান শাকিব, উসমান গণি। যুগ্ম মিডিয়া ও প্রচারক: তৌহিদুল ইসলাম, মজলু মিয়া, আহম্মেদ শাওন।
সাধারণ সদস্য: রমজান, শামিম, সুমন, আক্কাছ, ফজলুর রহমান, সুহেল, তরিকুল ইসলাম আরিফ, সজিব, সাবেরিন, হাফিজুর রহমান, মিজানুর রহমান উজ্জ্বল, আবু হানিফ, নাসির, আবুল কালাম, জগরুল, রাসেল, সুলতান শাহ, আতাউর, সাব্বির, আমিনুল ইসলাম, বেদন, আল মামুন, তোফাজ্জল, সাব্বির, মেহেদি হাসান ফাহিম, হোসাইন। - সংবাদ বিজ্ঞপ্তি