
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার হিজলা গ্রামের ডোবার পানিতে ডুবে রবিবার সকালে মীম আক্তার ও সাফায়েত মিয়া নামের ছয় বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাফায়েত উপজেলার পাইকুরাটি ইউনিয়নের হিজলা গ্রামের শাহীন মিয়ার ছেলে ও মীম উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে। রবিবার সকাল ১০টার দিকে ওই দুই শিশু গোসল করতে গিয়ে ডোবার পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় ডোবা থেকে তাদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত ডাক্তার এই দুইজন শিশুকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এই মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করে বলেন,এই দুইজন শিশু সাতার জানতো না।