
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের চাঁদনী ঘাটস্থ সুধাংশু রঞ্জন দে’র ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী সুব্রত দে শুভ্র গত শুক্রবার বিকেলে আমেরিকার আটলান্টা শহরে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেলেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।
তার মৃত্যুতে ছাতকে শোকের ছায়া নেমে আসে। সুব্রত দে শুভ্র-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ছাতক মধ্যবাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি কালা মিয়া, সাধারণ সম্পাদক সাদিক মিয়া তালুকদার, সহ-সভাপতি রুনু ঘোষ, ভূপেন্দ্র দাস, রোমেন চৌধুরী, এমাদ মিয়া, সহসাধারণ সম্পাদক রুবেল আহমদ, প্রচার সম্পাদক জাবেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্যামল দাস, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমদ, অর্থ সম্পাদক শাহ আলম, সহ-অর্থ সম্পাদক আজাদ মিয়া, ছাতক ফারিয়া’র সভাপতি মানিক মিয়া ও সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ ছাত্তার প্রমুখ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।