
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর রংপুর হাটি গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জায়েদ নূর (৫৩) কে শনিবার (১২এপ্রিল) সকাল পৌনে নয়টার দিকে দেশীয় অস্ত্রসহ নিজ বসতঘরের ভেতর থেকে তাকে আটক করা হয়েছে। জেলার শান্তিগঞ্জ সেনা ক্যা¤েপর মেজর সালাহ উদ্দিনের নেতৃত্বে ধর্মপাশা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তার বসতঘরের ভেতর থেকে একটি ধারালো রামদা, দুটি দা, একটি হল্ডিং স্টিক, একটি হকিস্টিক ও একটি মদের খালি বোতল ও একটি এনড্রয়েড মোবাইলসহ তাকে আটক করা হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, উপজেলার রাজাপুর রংপুরহাটি গ্রামের বাসিন্দা ইউপি সদস্য জায়েদ নূর দেশীয় অস্ত্রসহ পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে তার নিজ বসতঘরে অবস্থান করছেন। এমন খবর পেয়ে শনিবার সকাল পৌনে নয়টার দিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা, খুনসহ ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগে ১০টি মামলা রয়েছে। দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।