
স্টাফ রিপোর্টার ::
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আল ইহসান ইসলামী যুব সংঘ ও তৌহিদী জনতার যৌথ উদ্যোগে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার শাহাপুর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে এসে পথসভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন তেলিয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব শায়খুল হাদীস মাওলানা আব্দুল গফফার, খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসা হ্যালিপেডের মুহতামিম ও সাবেক ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ, বাঁধ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমরান আহমদ, শাহপুর পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আতাউর রহমান, শাহপুর নতুন পাড়া জামে মসজিদের ইমাম হাফিজ হারুনুর রশিদ, হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমান, আল ইহসান ইসলামী যুব সংঘের সভাপতি মো. রাসেল চৌধুরী, মো. নজরুল ইসলাম প্রমুখ।