
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার ধর্মপাশা বাজারের নিজ বাসা থেকে শুক্রবার বেলা দেড়টার দিকে পার্থ প্রতিম সিংহ (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পদে রয়েছেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ স¤পাদকসহ ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০জনকে আসামি করে গত বছরের ৭ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলার ধর্মপাশা বাজারের বাসিন্দা ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পার্থ প্রতিম সিংহকে শুক্রবার বেলা দেড়টার দিকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। ওইদিন বিকেলে তাকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।