
দিরাই প্রতিনিধি ::
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। উপজেলার রাজানগর ইউনিয়নের কদমতলী গ্রামে বৃহ¯পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত জাহানারা বেগম (৪৫), আস্তর মিয়া (৩২), ধন মিয়া (৫০), আবু হানিফ (৩০), আলীনুর মিয়া (২৩)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাতে গ্রাম্য একটি বিষয় নিয়ে লাল মিয়া ও ফুরকান মিয়ার লোকজনের মধ্যে বাকবিত-া হলে এরই জের ধরে সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রের সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিবেশ শান্ত। এখনো কোনো মামলা হয়নি।