
স্টাফ রিপোর্টার ::
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত হামলা ও হত্যা বন্ধের দাবিতে জামালগঞ্জে খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাচনাবাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আলী আকবরের সভাপতিত্বে সাধারণ স¤পাদক মাওলানা আইন উদ্দিন সুজনের পরিচালনায় বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি প্রভাষক ফজর আলী, লন্ডন প্রবাসী খেলাফত মজলিস নেতা মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আতাউল হক, মাওলানা আলীম উদ্দিন, মাওলানা জহিরুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা ছাত্র মজলিস সভাপতি রায়হান, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন শাখার সভাপতি হেলাল উদ্দিন, সাচনাবাজার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হাম্মাদ আহমদ, জামালগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি ডা. আফতাব উদ্দিন ও মাওলানা মইনুদ্দিন, আহসান আহমদ, আব্দুল আলী বদু, আব্দুর রহিম, শাহ জাহান, মাওলানা দেলোওয়ার হোসাইন বিপ্লবী প্রমুখ।