
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া, স¤পদপুর ও সুলেমানপুর গ্রামে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পৃথক তিনটি মামলার একজন তদন্তে প্রাপ্ত আসামি ও চারজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সজীব রহমান বলেন, উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া সম্পদপুর ও সুলেমানপুর গ্রামে মঙ্গলবার রাত নয়টা থেকে রাত দুইটা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় পৃথক তিনটি মামলায় আমজোড়া গ্রামের উজ্জ্বল মিয়া, সম্পদপুর গ্রামের সঞ্জয় তালুকদার, লিটন তালুকদার, পিনু তালুকদার ও সুলেমানপুর গ্রামের বজলু মিয়াকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে এই পাঁচজন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।