
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরার ৬ লক্ষাধিক টাকার রিং চাই ও ১০০০ মিটার কোণা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে। গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে স্থানীয় জেলেরা অবৈধভাবে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমের নেতৃত্বে ও আনসার ভিডিপি’র প্রশিক্ষক মো. হাসিবুল তারেক ও গোলাবাড়ী আনসার ক্যা¤েপর সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০০০ মিটার রিং চাই ও ১০০০ মিটার কোণা জাল জব্দ করা হয়। এসময় জেলেরা পালিয়ে যায়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকা। পরবর্তীতে গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুন দিয়ে অবৈধ জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেন জানান, টাঙ্গুয়ার হাওরের মাছ পাখি জীববৈচিত্র্য রক্ষায় আমাদের কঠোর নজরদারি রয়েছে। সেই সাথে অনিয়ম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।