
স্টাফ রিপোর্টার ::
ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবরকে নাশকতার প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে।
জানা যায়, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ স¤পাদকসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে শাহ আলী আকবরকে গ্রেপ্তার করা হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।