স্টাফ রিপোর্টার ::
২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আউটসোর্সিং কর্মীদের চাকুরি সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে সদর হাসপাতাল মিলনায়তনে এ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সিভিল সার্জন প্রতিনিধি, হাসপাতাল প্রতিনিধি, সাংবাদিক ৪ জন, বিএনপির ৪ জন, জামায়াতের ২জন ২, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ জন, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিম ও আউটসোর্সিং এর ২জন এবং স্বেচ্ছাসেবক ২জন কর্মীকে কমিটির সদস্য রাখা হয়েছে।
সভা চলাকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের সামনে আউটসোর্সিং চাকুরি নিয়ম-কানুন বিষয় পক্ষে বিপক্ষে উপস্থাপন করেন সুনামগঞ্জ সদর হাসপাতালের উপপরিচালক (তত্ত্বাবধায়ক) ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, আউটসোর্সিং নিয়োগের আয়া শাহিনা আক্তার পলি, নিরাপত্তাকর্মী মিজানুল হক, ওয়ার্ড বয় তৌফিক মিয়া, স্বেচ্ছাসেবককর্মী আব্দুল কাদির।
এ সময় সমস্যা সমাধানে বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী মাসুম হেলাল, আল হেলাল, বিএনপি নেতা রেজাউল হক, আবুল কালাম, জামায়াতের তোফায়েল আহমদ খান, খেলাফত মজলিসের সাখাওয়াত হোসেন প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা, আউটসোর্সিং কর্মীরা ও স্বেচ্ছাসেবক কর্মীরা উপস্থিত ছিলেন।