
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামে বৈষ্ণব কবি রাধারমণ দত্ত পুরকায়স্থ -এর নিজ বাড়িতে থাকা ঐতিহাসিক “কুঞ্জঘর” প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচসভা অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল সোমবার বিকেলে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার আগমন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদিও অনিবার্য কারণে জেলা প্রশাসক উপস্থিত হতে পারেননি বলে আয়োজনকারীরা জানান। পরে সংক্ষিপ্তভাবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু। এতে অতিথিদের মধ্যে ছমির উদ্দিন, তকবুর হোসেন, লায়েক মিয়া বাহাদুর, আবু লেইছ, লিটন মিয়া, জাকির হোসেন, মুজিব, জেবু, রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি আছকির আলী, যুগ্ম-সম্পাদক রমজান আলী, কামরুল হাসান তেরাই, তৈয়ব আলী, টুনু মিয়া, তোতা মিয়া, রিপন মিয়া, রুহিন, আলমগীর, মখলিছ মিয়া।
বাউল শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন হারুন মিয়া, মুনালিসা মুন, তানিশা আক্তার, শিমলা রাণী দে, সালেহ আহমদ, আলিফ মিয়া। বাদ্যযন্ত্রে ছিলেন বিভাষ দে, আবুল কাশেম, শাহ আলম। এছাড়া কুঞ্জঘরের দায়িত্বে থাকা রুনু মালাকার এবং অরুণ মালাকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।