
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের রসুলপুর বাজার থেকে গত রবিবার (৬ এপ্রিল) রাতে পৃথক দুটি মামলার তিন জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামের মো. দুলাল মিয়া (৫০), টেপিরকোণা গ্রামের জালাল মিয়া (৫০) ও মতি মিয়ার (৪০) বিরুদ্ধে ২০২৩ সালে মধ্যনগর থানায় পৃথক দুটি মামলা হয়। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। রবিবার রাত নয়টার দিকে উপজেলার রসুলপুর বাজার থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে এই তিনজন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।