
দিরাই প্রতিনিধি ::
দিরাই উপজেলার জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ। তিনি ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র। বিদ্যালয়ের একাধিক শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। তিনি ১৯৭৮-৭৯ সালে ওই বিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন এবং ১৯৮৬ সালে মদন মোহন কলেজের ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি দিরাই উপজেলা যুবদলের আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা যুবদলের কার্যকরী কমিটির সদস্য ও সর্বশেষ জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন পরিষদের আইন বিষয়ক স¤পাদক, বর্তমানে সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের সাংগঠনিক স¤পাদক ও মাওলানা শেখ আব্দুল গফুর স্মৃতি ট্রাস্টের চেয়াম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। বিদ্যালয়ের উন্নয়নে আব্দুল লতিফ সবার সহযোগিতা কামনা করেছেন।