
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার মারাদাইরা হাওরের ফসলরক্ষা বাঁধের স্লোপ থেকে সোমবার (৭ এপ্রিল) দুপুরে মানসিক ভারসাম্যহীন অনুমান ৫০বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মারাদাইরা হাওরের ফসলরক্ষা বাঁধ এলাকায় গত তিন থেকে চারদিন ধরে মানসিক ভাম্যসাম্যহীন ওই ব্যক্তিটিকে এলোপাতাড়িভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় লোকজন। সোমবার সকাল ১১টার দিকে মারাদাইরা হাওরের ফসলরক্ষা বাঁধের স্লোপে জিন্সের প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি পরা অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে ঘটনাটি ধর্মপাশা থানা পুলিশকে জানান। খবর পেয়ে ওইদিন বেলা একটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছেন। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে লাশটি উদ্ধার করেছি। লাশের শরীরের আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব নয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।