
দিরাই প্রতিনিধি ::
দিরাই পৌর শহরের ভরারগাও জামেয়া নছিব উল্লাহ মাদ্রাসার মাসব্যাপী কিরাআত প্রশিক্ষনের সমাপনী ও পুরস্কার বিতরণী স¤পন্ন হয়েছে। শুক্রবার সকালে জামেয়ার কনফারেন্স হলে মুহতামিম মাওলানা আবুল বাসার নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি, নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল সামছুল ইসলাম সরদার, ডিএস এস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক প্রমুখ। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অপরদিকে উপজেলার ধনপুর চন্ডিপুর ইবতেদায়ী মাদ্রাসায় ও কিরাআত প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠান স¤পন্ন হয়েছে। অনুষ্ঠানে নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল সামছুল ইসলাম সরদার, ডিএস এস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, প্রভাষক মোস্তাহার মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।