
ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব, ঈদ মানে ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদুল ফিতর, যা শুধু আনন্দের বার্তাই নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে। ঈদ তাই কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সর্বজনীন আনন্দের দিন।
ঈদের মূল শিক্ষা হলো সাম্য ও ভ্রাতৃত্ববোধ। এই দিনে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে শামিল হয়। জাকাত ও ফিতরা প্রদান করার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো হয়, যা আমাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। ঈদ শুধু ব্যক্তিগত আনন্দ নয়, এটি সম্মিলিতভাবে উদযাপনের আনন্দ, যেখানে প্রত্যেক মানুষ একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেয়। তবে ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের প্রতিটি মানুষ এতে অংশ নিতে পারে। দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত সৌন্দর্য। আমাদের উচিত ঈদের খুশিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া, যাতে কেউ আনন্দ থেকে বঞ্চিত না থাকে।
এ বছর ঈদ এমন এক সময়ে এসেছে, যখন বিশ্ব নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ, দারিদ্র্য, বৈষম্য ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক মানুষ কষ্টে আছে। তবে আমরা আশা করি শীঘ্রই অবস্থার পরিবর্তন ঘটবে।
এই ঈদ আমাদের শেখায়- মানবতার পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্মীয় দায়িত্ব। আসুন, আমরা ঈদের শিক্ষা গ্রহণ করি, মানবিকতা ও সহমর্মিতার চর্চা করি এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ সমাজ গড়ার শপথ নেই। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।