
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃস্থ, অসহায় ও জটিল রোগের রোগীদের সেবায় রোগী কল্যাণ সমিতির উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃস্থ, অসহায় রোগীদের কল্যাণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রোগী কল্যাণ সমিতির উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আকরাম আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা. তারিক জামিল অপু, শিশু বিশেষজ্ঞ ডা. সৈকত দাস, উপজেলা সমাজসেবা অফিসার তাসলিমা আক্তার লিমা প্রমুখ।
উদ্বোধন শেষে ২ জন রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
শান্তিগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার তাসলিমা আক্তার লিমা জানান, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন গরিব ও দুঃস্থ রোগীদের উপজেলা সমাজসেবা অফিসের অধীনে এবং রোগী কল্যাণ সমিতির আর্থিক সহযোগিতায় প্রয়োজনীয় সরকারি সাপ্লাইবিহীন ঔষধ সরবরাহ এবং চিকিৎসা খরচ এ সমিতি হতে দেওয়া হবে।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান বলেন, দুস্থ, অসহায় ও জটিল রোগে আক্রান্ত রোগীদের যে সকল ঔষধ হাসপাতালে নেই তা কিনে দেয়ার ব্যবস্থা করবে রোগী কল্যাণ সমিতি। এছাড়া অনেক রোগীকে আর্থিক সহযোগিতা করা হবে।