
স্টাফ রিপোর্টার ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টি, সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ। ২৬ মার্চ ভোরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভি, সদস্য শফিকুল আলম উজ্জ্বল, এমদাদুল হক দিলরব, জেলা জাতীয়পার্টির সদস্য আনিসুল হক, সাইফুল ইসলাম, আরিফ জাহান, রুহেল মিয়া, ইমরান আহমদ প্রমুখ।