
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরের পল্লীতে বাজারে ঘর নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুরউপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীরচর বাজারে।
স্থানীয়রা জানান, ২৬ মার্চ বুধবার দুপুরে কালনীরচর বাজারে ঘর নির্মাণ কাজ করেন স্থানীয় আবদুল হকের লোকজন। এ সময় জুনাইদ পক্ষের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খান জানান, সংঘর্ষে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।