
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ ২০২৫ উপলক্ষে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের উদ্যোগে রচনা, চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ দুপুরে শহরের পূর্ব মল্লিকপুরস্থ শেখ মঞ্জিলে পাঠাগারের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
শেখ একেএম জাকারিয়ার সভাপতিত্বে এবং নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের কবি ও গীতিকার আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল এডভোকেট আবু হানিফ নোমান, হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সামছুল হক, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সুহেল মিয়া এবং ব্যবসায়ী নাজমুল হোসেন ইমন।
এছাড়াও উপস্থিত ছিলেন পাঠাগারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, দপ্তর স¤পাদক নুরুল ফাত্তাহ নাফিউ, নির্বাহী সদস্য সাইফুর রহমান, শেখ আরিফ বখতিয়ার, মুজাহিদুল হক দুলাল প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি