
স্টাফ রিপোর্টার ::
জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে অনুদান ও শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদান কার্যক্রমের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘এ’ ক্যাটাগরির ৬ জন এবং ‘বি’ ক্যাটাগরির ৩ জন আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের ১ম পর্বের চেক পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাপ্ত চেকসমূহ বাংলাদেশ সরকারে পক্ষে বিতরণ করেন জেলা প্রশাসক ড. মো: ইলিয়াস মিয়া।
এ ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধাগণ অনুদান হিসেবে পেয়েছেন ২ লক্ষ টাকা হারে এবং বি ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধাগণ অনুদান হিসেবে পেয়েছেন ১ লক্ষ টাকা হারে। অনুদানপ্রাপ্ত এ ক্যাটাগরিতে আহত জুলাই যোদ্ধাগণ হলেন- ১. ছাদ্দাম হোসেন, পিতা: মো: ইদ্রিছ, মাতা: সাহেরা খাতুন, হাসাউরা, সুনামগঞ্জ সদর। ২. রিপন মিয়া, পিতা: কালাম উদ্দিন, মাতা: আসর বিবি, গ্রাম: বদিপুর, বাদিপুর (অংশ), সুনামগঞ্জ সদর। ৩. মো. জহুর আলী, পিতা: মৃত মো. নাজির আহমদ, মাতা: সালমা খাতুন, বাঁধন-১৭, আ/এ, বাঁধনপাড়া, সুনামগঞ্জ সদর। ৪. মোহাম্মদ ফয়ছল আহমদ, পিতা: মোহাম্মদ আব্দুস ছালাম, মাতা: মিনা বেগম, গ্রাম: ঠাকুরভোগ, পশ্চিম বীরগাও, শান্তিগঞ্জ। ৫. মো. মিজান মিয়া, পিতা: মো: আফতাব মিয়া, মাতা: মোছা: মজিদা আক্তার, ঘোলঘর, বিরামপুর, সুরমা, সুনামগঞ্জ সদর। ৬. তৌকির আহমদ, পিতা: আউয়াল নুর, মাতা: জেসমিন আরা, ব্রাহ্মণগাঁও পূর্ব পাড়া, ওয়ার্ড নং-০৭, পশ্চিম পাগলা, শান্তিগঞ্জ।
অনুদানপ্রাপ্ত বি ক্যাটাগরিতে আহত জুলাই যোদ্ধাগণ হলেন- ১. মো. সুমন, পিতা: মো. আলী উসমান, মাতা: মোসা. সরুফা বেগম, গ্রাম: সরিষাকান্দা (ইসলামপুর), ডাকঘর: গোলকপুর, উপজেলা: ধর্মপাশা। ২. মো. রিয়াদ মিয়া, পিতা: মো. রফিকুল ইসলাম, মাতা: মোছা. নয়ন তারা, গ্রাম: ইসলামপুর (সরিষাকান্দা), ডাকঘর: গোলকপুর, উপজেলা: ধর্মপাশা। ৩. হাসান আহমদ, পিতা: হাবিবুর রহমান, মাতা: আছমা বেগম, গ্রাম: পাইগাঁও, ইউপি: জাউয়াবাজার, উপজেলা : ছাতক।