
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে কবিতা আবৃত্তি ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধে রণাঙ্গনের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (দিবা) এ কে এম আজাদ-এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পংকজ কান্তি দাসের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (প্রভাতি) তালেব আলী, সিনিয়র শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ, সত্যব্রত চক্রবর্তী, মোহাম্মদ আনোয়ার হোসেন, শামায়ুন কবির, সহকারী শিক্ষক দিবাকর মজুমদার, আব্দুল মান্নান, শামসুদ্দিন, মোজাম্মেল হক, শিপন চন্দ্র পাল প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। -সংবাদ বিজ্ঞপ্তি