
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ইউনিয়নের জাফরগঞ্জ বাজার সংলগ্ন মাঠে মো. সাইফুল ও মো. লোকমানের যৌথ সঞ্চালনায় ও হাফিজ আজির উদ্দিনের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী জেলা শাখার সভাপতি মুহাম্মদ মোমতাজুল হাসান আবেদ, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি এডভোকেট নূরুল আলম, এডভোকেট মো. হেলাল, অধ্যাপক মোহাম্মদ আলী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহকারী সেক্রেটারি মো. জসিম উদ্দিন, সিরাজুল হক অলি, ছাত্র শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন প্রমুখ।