
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধর্মপাশা ও মধ্যনগর এই দুই উপজেলার আনসার ও ভিডিপির ৪০জন ভাতাভোগী সদস্যদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। পরিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আনসার ও ভিডিপির মহাপরিচালকের কার্যালয় থেকে এসব উপহারসামগ্রী পাওয়া যায়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় এই ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা রেনুজা আক্তার প্রমুখ।