
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, এখন বিএনপির সুসময়ের পালা, হাজার-হাজার নতুন মুখ বিএনপির মিছিলে পাওয়া যায়। তাবে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা সামনে থেকে লড়াই সংগ্রাম করেছে তারা যেন হাজার মানুষের ভিড়ে হারিয়ে না যায়। আমাদের দুঃসময়ের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে।
মঙ্গলবার (২৫মার্চ) উপজেলা মিনি স্টেডিয়ামে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র সুস্বাস্থ্য ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া ও দেশের সমৃদ্ধি কামনায় আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
কামরুল আরও বলেন, মনে রাখবেন বিএনপি এখনও ক্ষমতায় আসনে নাই। জনগণ চাইলেই ক্ষমতায় আসবে না চাই কিচ্ছু করার থাকবেনা। তাই বর্তমান সময়ে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধৈর্যবান হতে হবে। যারা দলীয় নির্দেশনা মানবেনা, অন্যায় কাজে জড়িয়ে যাবে তাদের বিএনপি ছাড় দেবেনা। আমাদের নেতা বলেছেন আমাদের জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে মন জয় করতে হবে। কোন ভাবেই বিএনপির জনপ্রিয়তা নষ্ট করা যাবেনা।
কামরুজ্জামান কামরুলের ব্যক্তিগত আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তুজাম্মিল হক নাছরুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা জামায়েতের আমীর রুকন উদ্দিন, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাইনুদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখুঞ্জি, সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ আলম, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসনাত রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না প্রমুখ।