
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯.৩০টায় সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বীর মুক্তিযোদ্ধাগণসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।
এছাড়া জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ডলুরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে ডলুরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত ও মিলাদ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বীর মুক্তিযোদ্ধাগণসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।