
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার নালেরবন্দ গ্রামে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। এসময় গবাদিপশু, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় রবিবার (২৩ মার্চ) ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তজ্জমা (৫২)। তিনি উপজেলার নালেরবন্দ গ্রামের আলীনূরের স্ত্রী।
অভিযুক্তরা হলেন, নালেরবন্দ গ্রামের মৃত উমর আলীর ছেলে শাহিদ (৬০), শফিক (৫০), আফিক (৪৮), মৃত আব্দুন নূরের ছেলে ফয়জন নূর (৪৮), ফয়জন নূরের ছেলে মোঃ ফারহান (২০) ও রায়হান (২৫), মৃত আব্দুল বারিকের ছেলে শাহাদত (৪৫) ও মুহিবুব (৩২), মৃত শামছুল বারিকের ছেলে সাজিল হক (৩৫), শফিকের ছেলে মাসুম (২২), মৃত আব্দুল ওদুদের ছেলে সামায়ুন (২৪), শাহাদাতের ছেলে মুন্না (২১)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ ২০২৫ তারিখ বুধবার বিকাল আনুমানিক ৩টার দিকে পূর্ব বিরোধের জের ধরে নালেরবন্দ গ্রামের আওয়ামীলীগ নেতা শাহিদ মিয়ার নেতৃত্বে তজ্জমা’র বসতঘরে হামলা চালানো হয়। এসময় তারা তজ্জমা ও তার পরিবারের সদস্যদের মারধর করে। হামলায় তজ্জমা, আলীনূর (৫০), মোঃ অলিউর রহমান (২৮), মোয়াজ্জিন (২২) ও জিহাদ রহমান (১৮) আহত হন।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা বসতবাড়ির বেড়া, দরজা, জানালা ভাঙচুর করে। এসময় খাট, পালং, সোকেসসহ বিভিন্ন আসবাবপত্র ও কাপড়চোপড় লুট করে নিয়ে যায়। এছাড়া ৫ ভরি স্বর্ণালংকার, ৩টি গরু ও ১টি ধান মাড়াইয়ের মেশিন এবং ৪০ মণ ধানসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
তজ্জমা জানান, পূর্ব বিরোধের জের ধরে আমার বসতঘরে হামলা চালিয়ে স্বর্ণালংকার, গরু, ধানসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে শাহিদ মিয়ার বাহিনী। হামলায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। আমরা থানায় অভিযোগ দিয়েছি। আসামিদের দ্রুত আইনের আওতায় এনে এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।