
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট বাজারে টাস্কফোর্স অভিযান চালিয়ে ৫ টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার হালুয়ার ঘাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় জহিরুল ইসলামকে ১ হাজার টাকা, সেলিম মাহবুবকে ১ হাজার টাকা ও রফিক মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, বাজারে ২টি দোকানে পেট্রোলিয়াম আইন অমান্য করায় মো. দ্বীন ইসলামকে ১ হাজার টাকা ও নাসির উদ্দীনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা বলেন, হালুয়ারঘাট বাজারে অভিযান চালিয়ে ৫টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে কেউ যেন প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া কোনো ধরনের ব্যবসা পরিচালনা না করেন, এছাড়াও সড়কে যানবাহনের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো যানবাহন যেন না চালান সে জন্য উপস্থিত সবাইকে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিআরটিএ অফিসের সহকারী মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাথ, সদর মডেল থানার এসআই দীপক প্রমুখ।