
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার মহিষখলী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৩৪) নামের এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা ও একটি এস্কেভেটর (খননযন্ত্র) জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। দ- পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের সলপ গ্রামে। সরকারি খাস ভূমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করার দায়ে গত রবিবার রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এই আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০অনুযায়ী এই দ- দেওয়া হয়েছে। জব্দ করা এস্কেভেটর মেশিনটি স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। জরিমানার আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।