
স্টাফ রিপোর্টার ::
আইএফআইসি ব্যাংক সুনামগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপক ও পরিচালক মো. শাহাব উদ্দিন।
ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী হুমায়ুন মনজুর চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম মশিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রাব্বানী. জালালাবাদ গ্যাস টিএন্ডডি লিমিটেডের ব্যবস্থাপক শফিকুল হক, গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার মো. মোশারফ হোসেন, ব্যবসায়ী ও সংগঠক সার্জেন্ট অব. জিয়াউর রহমান, মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার পাপ্পু বড়–য়া, লোন পারফরম্যান্স ম্যানেজমেন্ট অফিসার মো. শাহাদাত হোসেন, টিএসও মৃন্ময় চক্রবর্তী, প্রিতুল রায়, মাহবুবুর রহমান প্রমুখ।