
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফাতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় লন্ডন বাংলা রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন, কোষাধ্যক্ষ প্রভাষক মিছলুর রহমান, মহিলা সম্পাদক কলি বেগম, সদস্য আলী জহুর, নিকেশ বৈদ্য, বাপন দত্ত, তৈয়বুর রহমান, সাংবাদিক শাহ আলম চৌধুরী প্রমুখ।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত ও সাংবাদিকদের কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়। ইফতার পূর্ব মাহফিলে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন। এতে আগ্রাসী ইসরায়েল কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলায় অসহায় নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে প্রেসক্লাব সদস্য আলী জহুরের মায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁর মায়ের রুহের মাগফেরাত ও প্রেসক্লাব সহ-সভাপতি মীরজাহান মিজানের সুস্থতা কামনা করা হয়েছে।