
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) পৌর শহরের হক হোটেল এন্ড রেস্টুরেন্টে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) কেন্দ্রীয় ও জেলা কমিটির সভাপতি মোদাচ্ছির আলম সুবল এর সভাপতিত্বে ও জেলা কমিটির যুগ্ম সাধারণ স¤পাদক ফারুক আহমেদ-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি প্রিন্সিপাল আলীনুর। এসময় উপস্থিত ছিলেন বাবেশিকফো’র সাধারণ সম্পাদক আব্দুল গফুর খান, সহ-সভাপতি আব্দুস শহীদ, সহ-সভাপতি নোমান আহমেদ, প্রফেসর সুদীন চন্দ্র পাল, যুগ্ম সাধারণ সম্পাদক কালিপদ দাস, প্রচার সম্পাদক দীপংকর তালুকদার, সহ-সভাপতি বিশেন্দু কুমার দেব, সহ-সভাপতি নুরুল আবেদীন, সহ-সভাপতি প্রিন্সিপাল আলীনুর সাহেব, প্রধান শিক্ষক বুরহান উদ্দিন, যুগ্ম সাংগঠনিক জিয়াউর রহমান, সহ-সভাপতি অশোক কুমার পাল, সহসম্পাদক মোছায়েল আহমেদ, সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দীন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক আব্দুস ছামাদ, বুরহান উদ্দিন, আবুল কাসেম, আব্দুল বারি, প্রধান শিক্ষক শাহেদ আলী প্রমুখ।