
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, সুনামগঞ্জ (পুসাস) কর্তৃক ১ম বারের মতো আয়োজিত হলো ‘সুনামগঞ্জ’স নাম্বার ওয়ান জিনিয়াস’ ট্যালেন্ট অলিম্পিয়াড ২০২৫। শনিবার সকাল ১১টায় সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে এই অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়।
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি নিয়ে গঠিত মোট পাঁচটি বিভাগে সুনামগঞ্জ জেলার প্রায় ৫০০ শিক্ষার্থী উক্ত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। একঘণ্টা বিশ মিনিট অনুষ্ঠিত এ পরীক্ষায় শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি মানসিক দক্ষতা, সাধারণ জ্ঞান ও প্রব্লেম সলভিং সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়।
প্রশ্নের মান ও অভিজ্ঞতা স¤পর্কে জানতে চাওয়া হলে ৮ম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, কয়েকটি প্রশ্ন কঠিন লাগলেও বেশিরভাগ প্রশ্ন স্ট্যান্ডার্ড মনে হয়েছে। এরকম ভিন্ন ধারার প্রশ্নে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা এই প্রথম। অনেক কিছু শিখতে পেরেছি।
এদিকে সন্তানকে পরীক্ষায় নিয়ে আসা এক অভিভাবক, মকবুল হোসেন অলিম্পিয়াড সম্পর্কে বলেন, এই চমৎকার আয়োজনের জন্যে পুসাসকে অনেক ধন্যবাদ। আমাদের বাচ্চাদের জন্যে এরকম আয়োজনের আসলেই প্রয়োজন। এই আয়োজনের ধারা অব্যাহত থাকুক সেই আশা রইল।
অলিম্পিয়াডের অন্যতম আয়োজন পুসাসের সাধারণ সম্পাদক মো. হাসিবুল হোসাইন শান্ত বলেন, এই আয়োজনটা সফলভাবে সম্পন্ন করার জন্যে আমি পুসাসের সদস্যদের বিশেষ ধন্যবাদ জানাই। শিক্ষা ও সংস্কৃতি হোক ভাটি বাংলার উন্নয়নের হাতিয়ার এই স্লোগানকে সামনে রেখে আমরা সুনামগঞ্জের কল্যাণে এমন জন্য আরো কাজ করে যেতে চাই।
পুসাসের সভাপতি আসহাব লাবিব বলেন, আমরা যে সুনামগঞ্জের স্বপ্ন দেখি, সেই সুনামগঞ্জের দিকে আজ আমরা আরো এক পা এগিয়ে গেলাম। এতো সম্ভাবনাময় ও উৎসাহী শিক্ষার্থীরাই আমাদের সুনামগঞ্জের ভবিষ্যৎ। অলিম্পিয়াড আয়োজনে নিরলসভাবে কাজ করা সকলের প্রতি রইল কৃতজ্ঞতা।
উল্লেখ্য, উক্ত অলিম্পিয়াডের ফলাফল ও পুরস্কার বিতরণীর তথ্য পুসাসের ফেসবুক পেইজের মাধ্যমে জানানো হবে। সুনামগঞ্জের শিক্ষার্থীদের জ্ঞানার্জনে এই ধরনের আয়োজন উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদী সংগঠনটির সদস্যরা। - সংবাদ বিজ্ঞপ্তি