
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে ৩৫ বস্তা ভারতীয় চিনি ও বহনকারী একটি টমটম (অটোরিক্সা) সহ মতিউর রহমান (৫০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত মতিউর উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাঘাহানা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার বোগলাবাজারের মতির পয়েন্টে মতিউরের দোকান থেকে ২৪ বস্তা এবং দোকানের সামনে থাকা একটি টমটম থেকে ১১ বস্তাসহ মোট ৩৫ বস্তায় মোট ১ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় টমটমসহ চোরাকারবারি মতিউর রহমানকে আটক করা হয়। আটককৃত চিনির বর্তমান বাজার মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, মালামাল জব্দ করে আসামি মতিউরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।