
স্টাফ রিপোর্টার ::
টাঙ্গুয়ার হাওরে সকল হাঁসের খামার দ্রুত সরিয়ে নেওয়ার জন্য খামারিদের আহ্বান জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনের ফেসবুক পেইজে প্রচারিত গণবিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, “ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের ২য় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে যত্র তত্র হাঁসের খামার গড়ে উঠেছে। এ সকল খামারের হাঁস নির্বিচারে মৎস্য অভয়াশ্রম টাঙ্গুয়ার হাওরের রেনু পোনা নিধন করে মাছের মজুদ ধংস করে ফেলছে। এমতাবস্থায়, টাঙ্গুয়ার হাওরের সকল হাঁসের খামার দ্রুত সরিয়ে নেওয়ার জন্য খামারিদের অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় আগামী ২৩ মার্চ/২০২৫ থেকে খামার উচ্ছেদ সহ খামারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।