
দিরাই প্রতিনিধি ::
ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরাইলীদের নির্মম হামলার প্রতিবাদে দিরাই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জনতা। শুক্রবার দুপুরে দিরাই বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দিরাই থানা পয়েন্টে সমাবেশ করেন তারা। সমাবেশ বক্তব্য রাখেন শেখ মাওলানা সাদিকুর রহমান, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।