নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৯:১৪:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৯:১৪:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ছাতক উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও উপজেলার ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেনকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) রাতে নিজ বাড়ি সংলগ্ন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। ওই ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। ছাতক থানার এসআই আব্দুস ছাত্তার জানান, ছাতক থানায় করা নাশকতার মামলার আসামি ছিলেন এই চেয়ারম্যান। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি আব্দুল কবিরের নেতৃত্বে পুলিশ সদস্যরা বুধবার রাতে নিজ বাড়ি সংলগ্ন হায়দরপুর বাজার থেকে আসামিকে গ্রেফতার করে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com