স্টাফ রিপোর্টার ::
গাছ আমাদের পরম বন্ধু, আদিপ্রাণ। গাছের ছায়া ও মায়ায় সজীব থাকুক পৃথিবী। তাই বেশি করে গাছ লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে। সুনামগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বুধবার বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষ রোপণ বিষয়ে এসব কথা বলেন বিশিষ্টজনেরা।
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় সুনামগঞ্জ বন্ধুসভার উদ্যাগে এই কর্মসূচি পালিত হয়। সুনামগঞ্জ পৌর শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয় বন্ধুসভা সুনামগঞ্জে ৫০০ বৃক্ষরোপন ও বিতরণ করবে। গতকাল বুধবার একশ গাছ রোপণ ও বিনামূল্যে বিতরণ করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক বিজন সেন রায়, রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাছমিন বেগম চৌধুরী, প্রথম আলো সুনামগঞ্জের নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, পরিবেশ আন্দোলনকর্মী সাংবাদিক আকরাম উদ্দিন, বন্ধুসভার সাবেক সভাপতি প্রদীপ পাল, বর্তমান সভাপতি সৌরভ সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সদস্য নূর হোসেন সুমন, দীপ্ত, আহনাফ রহমান প্রমুখ।
বিজন সেন রায় বলেন, গাছ রোপণ যেমন গুরুত্বপূর্ণ তেমনি গাছগুলো যাতে রক্ষা পায়, নির্বিঘ্নে বেড়ে ওঠে, সেটির খেয়াল রাখতে হবে। যতœ নিতে হবে। পরিবেশ ভালো রাখার জন্যই আমাদের গাছ লাগাতে হবে। যদি এটি আমরা সুন্দরভাবে করতে পারি, তাহলে ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে।