
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস বলেছেন, আগামীর রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোনো তন্ত্র-মন্ত্র নয়, ইসলামী শাসন আমল কায়েম হবে এই বাংলাদেশের ভূখ-ে। সবাই মিলেমিশে বাস করবে এ বাংলাদেশে। আর কোনো স্বৈরাচার বাংলাদেশকে গ্রাস করতে পারবে না। তাই আপনারা সজাগ থাকুন, আপনারা সজাগ থাকলেই দেশের স্বাধীনতা রক্ষা হবে, দেশ ও জনগণ শান্তিতে বসবাস করবে।
বুধবার (১৯ মার্চ) উপজেলার বাংলাবাজার ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন।
বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, কর্মপরিষদের সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মোশাররফ হোসেন, মাওলানা ওয়াহিদুল ইসলাম প্রমুখ।