
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০ ব্যবসায়ীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সাচনা বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে এই আর্থিক সহায়তা তুলে দেন আল ইনসাফ ইসলামী যুবসংঘ।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল ইনসাফ ইসলামী যুবসংঘের সিনিয়র সহসভাপতি কয়েস আহমেদ আক্কাস। সাধারণ সম্পাদক কাজী রশিদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহসভাপতি মো. রজব আলী, সাধারণ স¤পাদক আসাদ আল আজাদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, বিএনপি নেতা মিজবাহ উদ্দিন, আল ইনসাফ যুব সংঘের সহসভাপতি মাওলানা নূর হোসাইন, সহ সাধারণ স¤পাদক মাওলানা আলী আকবর।
এসময় আরো উপস্থিত ছিলেন আঃ বারিক, গিয়াস উদ্দিন রানু, মাও. লুৎফর রহমান, আলী আক্কাস মুরাদ, আরফান আল আজাদ নয়ন, মাও. জুবায়ের আহমদ, হাফিজ জামিলুল হক জামিল, ক্বারী আঃ কুদ্দুস, আবু হানিফা, তবির হোসেইন, আমির হোসেন আমু, মো. আশাদ মিয়া, আবু তাহের, আলামিন, রইছ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার ভোরে উপজেলার সাচনা বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে ১৩টি দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়।