
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ড পরিষ্কার ও পরিচ্ছন্নতার জন্য ওয়ার্ল্ড ভিশন এপির উদ্যোগে পৌরসভা কর্তৃপক্ষের কাছে ডাস্টবিন হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের কাছে ২৪০ লিটার পরিমাণের ৮০টি ডাস্টবিন হস্তান্তর করা হয়।
এ সময় স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, সুনামগঞ্জ পৌর শহরকে একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহরের গড়ে তুলতে আমাদের সবারই লক্ষ্য রয়েছে। ওয়ার্ল্ড ভিশন ও পৌরসভার দীর্ঘদিনের স্বপ্ন পরিচ্ছন্ন শহর বাস্তবায়নের আলোকে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে এই ডাস্টবিনগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহরের গুরুত্বপূর্ণ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যেখানে ময়লা আবর্জনা সবচেয়ে বেশি জমা হয় সেখানে এই ডাস্টবিনগুলো বিতরণ করা হবে। যাতে করে রাস্তায় পড়ে থাকা ময়লা সহজেই ডাস্টবিনে রাখা যায়। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে এসব ডাস্টবিনের ময়লা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হবে। সকলের মিলিত কাজের মাধ্যমে একটি সুন্দর পরিচ্ছন্ন শহর গঠন করা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার স্টিপ তাপস চিসিম, প্রোগ্রাম অফিসার উত্তম হাওলাদার, উত্তম চক্রবর্তীসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।